ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ছুরিকাঘাত করে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ৪

মুক্তবাংলা ডেস্ক

ছুরিকাঘাত করে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ৪

যশোরের শার্শায় রোকনুজ্জামান (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শার্শার উলাশী ইউনিয়নের উলাশী দক্ষিণপাড়া যাত্রী ছাউনির সামনে নাভারন-সাতক্ষীরা সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা দুই ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। এসময় মোটরসাইকেলে আরও দুজন ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যায়। পরে শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে টাকাসহ ওই দুজনকে আটক করে।

আটকরা হলেন, ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হৃদয় হোসেন (২৪), শফিক হোসেনের ছেলে ফয়সাল হোসেন (১৮), একই গ্রামের তরিকুল ইসলাম (২৫) ও ইসলামপুর গ্রামের রাব্বেল (২৩)।

জানা যায়, ভুক্তভোগী রোকনুজ্জামান উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি বাগআঁচড়া বাজারের মসজিদ মার্কেটে রুহুল আমিনের মালিকানাধীন নারিশ ফিড এর ডিলারের দোকানের ম্যানেজার হিসেবে কাজ করেন। ছুরিকাঘাতে আহত অবস্থায় তাকে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বাগআঁচড়ার নারিশ ফিশ ফিড লিমিটেডের ডিলার রুহুল আমিনের ম্যানেজার রোকনুজ্জামান নাভারন ও উলাশী বাজারে ফিড কোম্পানির কালেকশন শেষে ফিরছিলেন। দুপুর ২টার দিকে শার্শার উলাশী ইউনিয়নের উলাশী দক্ষিণপাড়া যাত্রী ছাউনির সামনে নাভারন-সাতক্ষীরা সড়কে পৌঁছালে তিনি ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্র রামদা এবং চাকু দিয়ে আহত করে ৮ লাখ টাকা ছিনতাই করে। ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া ছিনতাইকারী হৃদয় হোসেন ও ফয়সালকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। অপর দুজন দুইজন টাকা নিয়ে মোটরসাইকেলে নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে শার্শা থানা পুলিশ গণধোলাইয়ের আহত ছিনতাইকারীদের উদ্ধার করে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যার দিকে টাকাসহ পালিয়ে যাওয়া অন্য দুজনকে আটক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রবিউল ইসলাম জানান, ঘটনা জানার পর পুলিশের অভিযানে তিন ঘণ্টায় ছিনতাইকারীদের টাকাসহ আটক করা হয়েছে। থানায় মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে কোনো চক্র জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আপডেট : ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
৯ বার

ছুরিকাঘাত করে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ৪

আপডেট : ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

যশোরের শার্শায় রোকনুজ্জামান (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শার্শার উলাশী ইউনিয়নের উলাশী দক্ষিণপাড়া যাত্রী ছাউনির সামনে নাভারন-সাতক্ষীরা সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা দুই ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। এসময় মোটরসাইকেলে আরও দুজন ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যায়। পরে শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে টাকাসহ ওই দুজনকে আটক করে।

আটকরা হলেন, ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হৃদয় হোসেন (২৪), শফিক হোসেনের ছেলে ফয়সাল হোসেন (১৮), একই গ্রামের তরিকুল ইসলাম (২৫) ও ইসলামপুর গ্রামের রাব্বেল (২৩)।

জানা যায়, ভুক্তভোগী রোকনুজ্জামান উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি বাগআঁচড়া বাজারের মসজিদ মার্কেটে রুহুল আমিনের মালিকানাধীন নারিশ ফিড এর ডিলারের দোকানের ম্যানেজার হিসেবে কাজ করেন। ছুরিকাঘাতে আহত অবস্থায় তাকে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বাগআঁচড়ার নারিশ ফিশ ফিড লিমিটেডের ডিলার রুহুল আমিনের ম্যানেজার রোকনুজ্জামান নাভারন ও উলাশী বাজারে ফিড কোম্পানির কালেকশন শেষে ফিরছিলেন। দুপুর ২টার দিকে শার্শার উলাশী ইউনিয়নের উলাশী দক্ষিণপাড়া যাত্রী ছাউনির সামনে নাভারন-সাতক্ষীরা সড়কে পৌঁছালে তিনি ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্র রামদা এবং চাকু দিয়ে আহত করে ৮ লাখ টাকা ছিনতাই করে। ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া ছিনতাইকারী হৃদয় হোসেন ও ফয়সালকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। অপর দুজন দুইজন টাকা নিয়ে মোটরসাইকেলে নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে শার্শা থানা পুলিশ গণধোলাইয়ের আহত ছিনতাইকারীদের উদ্ধার করে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যার দিকে টাকাসহ পালিয়ে যাওয়া অন্য দুজনকে আটক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রবিউল ইসলাম জানান, ঘটনা জানার পর পুলিশের অভিযানে তিন ঘণ্টায় ছিনতাইকারীদের টাকাসহ আটক করা হয়েছে। থানায় মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে কোনো চক্র জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।