ছাতকে কোরিয়া প্রবাসী সংবর্ধিত
দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসীরা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কার্যক্রমে অগ্রণী পালন করে যাচ্ছেন।
ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়নের বাগইন গ্রামে দক্ষিন কোরিয়া প্রবাসী ছাদিকুর রহমানকে বিদায়ী সংবর্ধনা প্রদানকালে বক্তারা এসব অভিমত ব্যক্ত করেন ।
প্রবীণ মুরব্বি আব্দুস সালামের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসবিএস মডেল একাডেমীর সভাপতি আক্তার হোসেন, শরিষপুর পয়েন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল আহাদ সুমন ।
এসময় আরও উপস্থিত ছিলেন যুবনেতা সালেহ আহমদ, সুরুজ আলী, লুৎফুর রহমান রুমান, রেজাউল ইসলাম, মাষ্টার নুর মিয়া, প্রবীণ মুরব্বি মানিক মিয়া, জুয়াহির আহমদ, আব্দুল আউয়াল, আব্দুল কাইয়ুম, সেলিম আহমদ প্রমুখ ।
অনুষ্ঠান শেষে প্রবাসী ছাদিকুর রহমানের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন গ্রামের যুবসমাজ ও অতিথিবৃন্দ ।