ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নির্বাচনে আমি অংশ নেব: রেজা কিবরিয়া

মুক্তবাংলা ডেস্ক

ড. রেজা কিবরিয়া

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বলেছেন, নির্বাচন হলে আমি ভোট করবো। তবে নির্বাচন যে খুব তাড়াতাড়ি হবে- সেটা আমার মনে হয় না। ভেতরের খবর আমি যতটুকু পাচ্ছি, তাতে খুব তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

গণঅধিকার পরিষদের একাংশের সাবেক এই সভাপতি বলেন, ছাত্রনেতারা একটা নতুন দল তৈরি করতে চান এবং সেই দলটা নির্বাচন করে জিতে আসবে— এই আশায় তারা বসে আছেন। তাদের জন্য শুভকামনা। তবে এটা খুবই কঠিন একটা বিষয়। এটা মোটেও ছেলেখেলা নয়। তারা হয়তো বিষয়টাকে একটা জোকসের মত ভেবেছে। বাংলাদেশে একটা রাজনৈতিক দল গঠন করে আবার সেই দলকে ক্ষমতায় আনা অনেক কষ্টের ব্যাপার।

সমন্বয়কদের ঘিরে তৈরি হওয়া সমালোচনার বিষয়ে রেজা কিবরিয়া বলেন, তাদের নিয়ে সমালোচনা তো হবে। শুধু সমালোচনা নয়, সমন্বয়কদের মধ্যেই মারামারি হবে। এটা খুব স্বাভাবিক। কেননা, যেখানে তাদের কারো কোনো বৈধ আয়ের উৎস নাই। তারা কোনোদিন চাকরি করেননি, তারা প্রতিষ্ঠিত কোনো ব্যবসায়ীর ছেলে না, তাদের কোনো টাকা নাই। এক গ্রুপের সঙ্গে যখন অন্য গ্রুপের চাঁদা নিয়ে প্রতিযোগিতা হবে তখন তো মারামারি হবেই। আমি খুব বেশি জানি না। কিন্তু আমি এসব প্রতিনিয়তই দেখতে পাচ্ছি।

ড. কিবরিয়া বলেন, আপনি দেখেন একটা মানুষের কোনো বৈধ আয়ের কোনো উৎস নাই। চাকরি করেন না। এখন তিনি যদি একটা গাড়ি কিনেন তাহলে বিষয়টা নিয়ে তো প্রশ্ন উঠবেই। আমি ৪০ বছর পর বিদেশ থেকে এসেছি। আইএমএফ, বিশ্বব্যাংকসহ বিশ্বের বড় বড় জায়গায় চাকরি করেছি। আমি পারি এমন এটা গাড়ি কিনতে। কিন্তু যে টিউশনি ছাড়া কোনো কাজ করেনি জীবনে তিনি এখন দামি দামি গাড়ি চালান, কিনেন। সাধারণ মানুষ গরিব হতে পারে, অশিক্ষিত হতে পারে কিন্তু তারা বোবা না। তারা এসব কিছুই বোঝে- কে কী করছে, কী করে।

সংবাদটি শেয়ার করুন

আপডেট : ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
১২ বার

আগামী নির্বাচনে আমি অংশ নেব: রেজা কিবরিয়া

আপডেট : ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বলেছেন, নির্বাচন হলে আমি ভোট করবো। তবে নির্বাচন যে খুব তাড়াতাড়ি হবে- সেটা আমার মনে হয় না। ভেতরের খবর আমি যতটুকু পাচ্ছি, তাতে খুব তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

গণঅধিকার পরিষদের একাংশের সাবেক এই সভাপতি বলেন, ছাত্রনেতারা একটা নতুন দল তৈরি করতে চান এবং সেই দলটা নির্বাচন করে জিতে আসবে— এই আশায় তারা বসে আছেন। তাদের জন্য শুভকামনা। তবে এটা খুবই কঠিন একটা বিষয়। এটা মোটেও ছেলেখেলা নয়। তারা হয়তো বিষয়টাকে একটা জোকসের মত ভেবেছে। বাংলাদেশে একটা রাজনৈতিক দল গঠন করে আবার সেই দলকে ক্ষমতায় আনা অনেক কষ্টের ব্যাপার।

সমন্বয়কদের ঘিরে তৈরি হওয়া সমালোচনার বিষয়ে রেজা কিবরিয়া বলেন, তাদের নিয়ে সমালোচনা তো হবে। শুধু সমালোচনা নয়, সমন্বয়কদের মধ্যেই মারামারি হবে। এটা খুব স্বাভাবিক। কেননা, যেখানে তাদের কারো কোনো বৈধ আয়ের উৎস নাই। তারা কোনোদিন চাকরি করেননি, তারা প্রতিষ্ঠিত কোনো ব্যবসায়ীর ছেলে না, তাদের কোনো টাকা নাই। এক গ্রুপের সঙ্গে যখন অন্য গ্রুপের চাঁদা নিয়ে প্রতিযোগিতা হবে তখন তো মারামারি হবেই। আমি খুব বেশি জানি না। কিন্তু আমি এসব প্রতিনিয়তই দেখতে পাচ্ছি।

ড. কিবরিয়া বলেন, আপনি দেখেন একটা মানুষের কোনো বৈধ আয়ের কোনো উৎস নাই। চাকরি করেন না। এখন তিনি যদি একটা গাড়ি কিনেন তাহলে বিষয়টা নিয়ে তো প্রশ্ন উঠবেই। আমি ৪০ বছর পর বিদেশ থেকে এসেছি। আইএমএফ, বিশ্বব্যাংকসহ বিশ্বের বড় বড় জায়গায় চাকরি করেছি। আমি পারি এমন এটা গাড়ি কিনতে। কিন্তু যে টিউশনি ছাড়া কোনো কাজ করেনি জীবনে তিনি এখন দামি দামি গাড়ি চালান, কিনেন। সাধারণ মানুষ গরিব হতে পারে, অশিক্ষিত হতে পারে কিন্তু তারা বোবা না। তারা এসব কিছুই বোঝে- কে কী করছে, কী করে।